কলেজ প্রেম ০2
# প্রেম 2 বিষ্ণুপুর ও তো কৃষ্ণের স্থান ওখানে গেলে প্রেম পিরিতি করবে , সুধেন বাবু দীপের বাবার উদ্দেশে এই কথাটি বলে পান খাওয়া দাঁতে একটা হাসি দিলেন । না আসলে অনেক পুরনো কলেজ আর কলকাতার থেকে জেলার কলেজে পড়াশুনা ভালো হবে তাই তো দীপ কে ওখানে ভর্তি করালাম। কথাকটি বলে দীপের বাবা দীপের দিকে তাকিয়ে বললেন কিরে পড়াশুনা ছাড়া অন্য কোনদিকে নজর দিলে কিন্তু সেদিনই কলেজ ছাড়িয়ে দেব । ছোটবেলা থেকেই দীপ জানত বাবা এক কথার মানুষ তাই মনের মধ্যে এটা মেনে নিয়েছিল কেজি তে পড়ার সময় পড়াশুনা ছাড়া অন্য দিকে নজর দিলে মুশকিল। সেই ভেবেই সে পা দিলো নতুন কলেজে, কেজি কলেজ বিষ্ণুপুরে। বাবার এক বন্ধুর বাড়িতে থাকে,যদিও বাবার বন্ধুর পরিবারের কেউ সেখানে থাকে না।ভবিষ্যতের জন্য তৈরি করে রেখেছেন। তাই একা বাড়িতে এসে সে বেশ বিচলিত হল। কিন্তু বাবা তাকে কিছুতেই মেস বা হোস্টেল থাকতে দেবেন না। অগত্যা সে জীবনের মধুর দিনগুলো উচ্ছলতার দিনগুলো কোনরূপ রসাস্বাদন না করে মুখ গুমরে পরে রইলো। সারাদিন কলেজের ক্লাস দিনের শেষে থাকার জায়গায় এসে পড়াশুনা তারপর হোটেল গিয়ে খাওয়াদাওয়া। আর ঘুম। সপ্তাহ অন্তে বাড়ি যাওয়া আব...