Posts

Showing posts from July, 2020

কলেজ প্রেম ০2

Image
# প্রেম 2 বিষ্ণুপুর ও তো কৃষ্ণের স্থান ওখানে গেলে প্রেম পিরিতি করবে , সুধেন বাবু দীপের বাবার উদ্দেশে এই কথাটি বলে পান খাওয়া দাঁতে একটা হাসি দিলেন । না আসলে অনেক পুরনো কলেজ আর কলকাতার থেকে জেলার কলেজে পড়াশুনা ভালো হবে তাই তো দীপ কে ওখানে ভর্তি করালাম। কথাকটি বলে দীপের বাবা দীপের দিকে তাকিয়ে বললেন কিরে পড়াশুনা ছাড়া অন্য কোনদিকে নজর দিলে কিন্তু সেদিনই কলেজ ছাড়িয়ে দেব । ছোটবেলা থেকেই দীপ জানত বাবা এক কথার মানুষ তাই মনের মধ্যে এটা মেনে নিয়েছিল কেজি তে পড়ার সময় পড়াশুনা ছাড়া অন্য দিকে নজর দিলে মুশকিল। সেই ভেবেই সে পা দিলো নতুন কলেজে, কেজি কলেজ বিষ্ণুপুরে। বাবার এক বন্ধুর বাড়িতে থাকে,যদিও বাবার বন্ধুর পরিবারের কেউ সেখানে থাকে না।ভবিষ্যতের জন্য তৈরি করে রেখেছেন। তাই একা বাড়িতে এসে সে বেশ বিচলিত হল। কিন্তু বাবা তাকে কিছুতেই মেস বা হোস্টেল থাকতে দেবেন না। অগত্যা সে জীবনের মধুর দিনগুলো উচ্ছলতার দিনগুলো কোনরূপ রসাস্বাদন না করে মুখ গুমরে পরে রইলো। সারাদিন কলেজের ক্লাস দিনের শেষে থাকার জায়গায় এসে পড়াশুনা তারপর হোটেল গিয়ে খাওয়াদাওয়া। আর ঘুম। সপ্তাহ অন্তে বাড়ি যাওয়া আব...

প্রেম নতুন গল্প

Image
#প্রেম #নতুন_গল্প ওহ হ্যালো , পিছন থেকে সুরেলা কন্ঠস্বর শুনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়লো অনিকেত। একটু আগেই মেয়েটিকে বাম দিক থেকে বাজেভাবে  ওভারটেক করে এসেছে।  কোনো বাজে উদ্দেশে সেটা করেনি , আসলে আজ ইন্ডিয়া শ্রীলংকার ফাইনাল ম্যাচ।  সেটা দেখার জন্য তাড়াতড়ি সাইকেল চালিয়ে  স্টেশন থেকে মেসের দিকে আসছিলো সে।  বটতলার কাছে এসে মেয়েটিকে ওভারটেক এমন ভাবে করেছে যে হয়তো মেয়েটি পরে যেত।  তাই মেয়েটি পিছন থেকে ডেকেছে। সামনে এসে দাঁড়ালো মেয়েটি মুখ ঢাকা ববি প্রিন্টার ওড়না দিয়ে।  গভীর এবং টানাটানা দুটি চোখ , যখন রাস্তায় সাইকেল চালাতে  জানোনা তখন বেরও কে। কিছুটা অপ্রস্তুতে পরে গিয়েছিলো অনিকেত কি বলবে কিছুই বুঝতে পারলো না ,গলা দিয়ে কোনো আওয়াজ ও বেরোলো না। যদিও কান দুটো পুরো লাল হয়ে গিয়েছিল। মেসে এসে দেখলো খেলা শুরু হয়ে গেছে ব্যাট করছে সহবাগ আর সচিন , শাহবাগের একটা বাউন্ডারি তে পুরো মেসে ভোরে উঠছে চিৎকার আর কোলাহলে।  অন্য সময় হলে অনিকেতের চিৎকার সবচেয়ে বেশি সোনা যেত কিন্ত আজ কেমন যেন চুপচাপ অনিকেত , কেমন যেন বিষন্ন।  তার কানে বাজছে একটাই কথা , ওহ হ্...