Posts

Showing posts from June, 2020

কলেজ প্রেম ০১

#প্রেম ১ আজ তোমাদের শোনাবো সোমার কাহিনী, কে এই সোমা কেনোই বা সে হটাৎ করে অরকুট থেকে বিদায় নিয়েছিল।।।। তার গল্প টা জানতে হবে বৈকি।।। আচ্ছা তার মুখেই শুনি তার কাহিনী।। আমি সোমা ব্যানার্জী, সোনামুখী তে বাড়ি ।।। বাবা সামান্য দোকানদার ।। ছোট ভাই মা বাবা কে নিয়ে আমার সংসার ।। ছোটবেলা থেকেই আমলা হবার স্বাদ লালন করতাম অন্তরে কিন্তু বাধ সাধলো শারীরিক অসুস্থতা। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারলাম না।।। একটা বছর নষ্ট হবে ভেবে পলি ৪০ দিয়ে ভর্তি হলাম কেজিতে।।।। বিষ্ণুপুর বাড়ি থেকে দূরত্ব বেশি না হলেও মেসে থাকলাম। রোজকার যাতায়াতের শারীরিক ধকল থেকে বাঁচতে।।। প্রথম দিনে কলেজে যেমন তেমন করে কাটলেও বেশ বুঝতে পারছিলাম বেশ অনেক সিনিওর আমার দিকে বেশ তাকিয়ে থাকছে। ক্লাসমেট রাও দেখছে কিন্তু মনে হয় ভয় পাচ্ছে যদি সিনিওর দের।।। আজ কেজিতে আমার সাত দিন পূর্ণ হলো।। ইতি মধ্যে ৭ জন আমাকে প্রপোজ করেছে ।।। তার মধ্যে ৫ জন সিনিওর আর ২ জন সহপাঠী।।।। কিন্তু সবাই ওই প্রেম করতে হয় বলে বা কলেজ উঠেছি প্রেম করবো না,,এই ভাবনা নিয়ে প্রেম করছে । কারোর চোখ আমার সাথে কথা বলার সময় আর চোখের দিকে স্থির ...